Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সোনার পায়রা

: | : ০৬/১০/২০১৩

——————————————————————

 

 

একটি নক্ষত্রের আছে একটি গ্রহ

গ্রহের আছে একটি মায়াবী আকাশ

আকাশের আছে দু’টি চাঁদ

পাশাপাশি সহদোরা

রূপ রহস্যে ভরা ,

একটার নাম ছায়া

একটার নাম মায়া

কেউ বলে যাদু

কেউ ডাকে মধু 

আকর্ষণে বিকর্ষণে টানে

সুখ স্বপ্ন শিহরণে

থির থির কাঁপে 

সোনার দু’টো পায়রা ,

চুমু খেলে হিরের ঠোঁটে

ডানা ঝাপটায় পাখী

কাতরে কাতরে উঠে

রূপার পালন্খে ;  

 

 

আমি ও উন্মাদ মাঝি 

আজ পূর্ণিমার রূপালী  রাতে ,

নদীর জোয়ারে তরঙ্গে তালে

রূপোর লগি ঠেলে 

ভাসায়ে সোনার নাও ,

হাওয়াই রকেটে চড়ে

সুখের পাখা মেলে উড়ে 

অদ্ভুদ শিহরণে দেব পাড়ি 

মায়াবী আকাশের চাঁদের দেশে।

 

——————————————————————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top