হারিয়ে যাচ্ছে অতি পরিচিত কিছু পাখি
হারিয়ে যাচ্ছে আমাদের দেশের কিছু পরিচিত পাখি। চলন্তিকার বন্ধুদের জন্য কয়েকটি পাখির ছবি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

এই পাখিটি এক সময় আকাশে উড়তে দেখতাম এখন আর যেতমন দেখা যায় না।

এটিও এখন আর তেমন দেখা যায় না।

ছোট সময় খালে বিলে অনেক বক দেখতাম। এখন বকের দেখা মিলেই না।

এটিও খুজে পাওয়া অনেক কষ্ট হবে।

টিয়া বর্তমানে দুয়েকটা আমাদের কামরাঙা গাছে দেখতে পাই। আগে শখ করে অনেকেই টিয়া পালত এখন আর তেমন কাউকে দেখি না।

দোয়েল আমাদের জাতীয় পাখি হলে এখন আর দোয়েলের শীষ শুনতে পাই না।