আমরা কেন প্রেমে পড়ি?
দুটি মানুষ প্রেমে পড়লে শরীরে রাসায়নিক কিছু পদার্থের ছোটাছুটি বেড়ে যায়প্রেম আমার উপরে পড়েছে নাকি আমি প্রেমে পড়েছি? ওর জন্য সারাক্ষণ মন যেন কেমন কেমন করে। কী জানি ছাই!
রবিঠাকুরও তো জানতেন না ‘মন কেন এমন করে’।ধরুন, রাস্তায় হাঁটছেন। অস্বাভাবিক কিছু নয়, হঠাত্ একটি দোকানে নজর পড়ল। বেরিয়ে আসছেন একজন মানুষ। সঙ্গে সঙ্গে কী জানি কী হলো, প্রেমে পড়লেন।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন কিংবা প্রেম করছেন না, তবে আপনার মন সবসময় এমনভাবেই বিশেষ কাউকে খুঁজে বেড়াচ্ছে। এমনকি আপনি যদি প্রেমে বিশ্বাসী নাও হয়ে থাকেন, তবুও আপনার বেলায় ঠিক এমনটাই ঘটছে।দুটি মানুষ প্রেমে পড়লে শরীরে রাসায়নিক কিছু পদার্থের ছোটাছুটি বেড়ে যায়।
বিজ্ঞানীরা এজন্য দায়ী করেছেন এসট্রোজেন ও টেস্টোসটেরন হরমোন দুটিকে। এ তালিকায় আরো রয়েছে ডোপামিন, নরএপিনেফ্রিন, সেরেটনিন, ফিনাইলইথাইলঅ্যামাইন প্রভৃতি। এসব অবশ্য অনেক জানাশোনা বিষয়।সম্প্রতি ডিসকভারি চ্যানেল জানিয়েছে, প্রেমে পড়া এক ধরনের অভিযোজন। তাদের ভাষায়, আমাদের অভিযোজন প্রক্রিয়া লুকিয়ে আছে প্রেমের মধ্যেই।
আমাদের জিনে গাঁথা রয়েছে প্রেম। এর সঙ্গী আমাদের পারিপার্শ্বিক অবস্থা। আর এটাই মানব প্রজাতির বংশবর্ধকের ভূমিকায় কাজ করে। তবে শুধু এ কারণেই মানুষ প্রেমে পড়ে না; তারা তাদের সন্তানদেরও ভালোবাসে। এক অর্থে, জৈবিক চাহিদা আমাদের বংশবৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে প্রেম আমাদের উদ্দীপ্ত করে তোলে এবং সন্তান প্রতিপালনে সহায়তা করে যেন বংশানুগতিও স্বাভাবিকভাবে এগোতে থাকে।