Top today
“আমি জানতাম অন্যের ঘুড়ি”
এতো মায়া এতো ভালবাসা
তবুও থাকেনি ঘুড়ি আমার আয়াত্তে।
উড়ে গেছে দুর নীলিমায়
যেথায় ইচ্ছে আপন চিত্তে।
তুমি আমার নও তুমি অন্যের
বারংবার করেছি বারণ।
তবুও দিয়েছ নাটাই’র সনে জোড়া
ভরসার গিঁটে দিয়েছ বাঁধন।
বুঝিনি আমি ঐ গিঁটের প্যাঁচ
একটানেই গিঁট করেছ আলগা।
চলে গেছ আমার নাটাই ছিঁড়ে
মোহের কুয়াশা যখনি হয়েছে হালকা।
এ তোমার কেমন তর খায়েশ?
চলেই যদি যাবে তবে কেনো দিলে জোড়া?
এত অল্পতেই ফুরিয়ে গেছে সখ্যতা?
কিসের ছিল এত তাড়া?
আমি জানতাম তুমি অন্যের ঘুড়ি
তবু কেনো দিলে গিঁট জোর করে?
ছলনার বন্ধনে বিশ্বাস দেখালে
অবশেষে গেলে উড়ে।