Top today
একাকীত্ব আর তুমি
কখনও কখনও নিজেকে বড় একা মনে হয়,
পাশে আছে অনেকেই তবুও একা।
কারণটা শুধু তুমি।
তোমার বিহনে থাকাই তো একাকীত্ব।
সে যেভাবেই হোকনা কেন, মানসিকভাবে বা শারীরিকভাবে।
একাকীত্বের কাছে পরাজিত আমি।
হারবনা কেন? পাশে যে নেই তোমার কায়া।
দূরে দূরে থাক বাড়িয়ে মায়া।
তোমার জয়ের জন্য করতে রাজী সবকিছু।
থাকব তোমার থেকে দূরে, খুঁজবো তোমায় অনুভবে।