Top today
কথা দিলে তুমি
কথা দিলে তুমি,
সারা জীবন আমার সাথে থাকবে
আমায় নিয়ে ভাববে
আমাকে ভালবাসবে।
কথা দিলে তুমি,
এক সাথে থাকবে
এক সাথে ঘুরবে
এক সাথে মরবে।
কথা দিলে তুমি,
জোসনা রাতে হাটঁবে
পাশাপাশি বসবে
ভালোবাসার কথা বলবে।
কথা দিলে তুমি,
এক জায়গায় থাকবে
এক ঘরে রইবে
একই কথা বলবে।
কথা দিলে তুমি,
আমায় ছেড়ে থাকবে না
কাউকে বিয়ে করবে না
সে কথা তুমি রাখলে না।