Top today
কৈফিয়ত
আমাদের একজন প্রদায়ক, শতাধিক মন্তব্য করেছেন যার টেক্সট একই। সেটা হল-
সুন্দর লিখেছেন তো !
অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।
তার মন্তব্য থেকে বুঝতে পারছি যে তিনি না পড়েই শুধু মন্তব্য করেছেন। এমনকি আজ সকালেও তিনি এরূপ ১২৭টি মন্তব্য করেছেন। আমরা বেশি বেশি মন্তব্য চাই, তারমানে এই নয় যে আমরা না পড়েই একই মন্তব্য বার বার বিভিন্ন পোস্টে করব। এটা লজ্জারও।
আমরা সেগুলো মুছে দিয়েছি। আর সে জন্য যে সব পোস্টে তিনি মন্তব্য করেছিলেন সেসব পোস্ট এর পোস্ট দাতার পাওয়া ১ পয়েন্টও বিয়োগ হয়ে গেছে। আর এই ধরনের মন্তব্য করার জন্য মন্তব্যকারীর প্রতি মন্তব্য হিসেবে ৫ পয়েন্ট কেটে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে যেন পোস্ট দাতার পয়েন্ট কাটা না যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।
সবাইকে ধন্যবাদ।