Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চরম মুল্য দান

: | : ০৭/১০/২০১৩

জন্ম দিয়ে নিলে আমায়
কিনে আমার মা
ভরণ পোষণ দিয়ে
ঋণী করলে তুমি বাবা

দেশ মাতৃকা র আশ্রয় সেবায়
করলাম পার এতটা দিন
ভাবি সুধু আমি রাত দিন
কোন মূল্যে হবে তা পূরণ
কোন দানে হবে তা  পালন

কোন উপহারে হবে পূরণ
মায়ের অকৃত্তিম স্নেহের
বাবার অসীম মেহনতের
কোন কাজে হবে পালন
দেশের প্রতি কর্তব্যের

সব কিছু কে ছেড়ে এসে
বিদেশ বেবুই দুরে এসে
আজ কি আর ভাবি তা
কোথায় আছে দায়িত্ব কার
মন নিবিষ্ট একই কোনে
সব চিন্তা আজ সন্তানের কাছে
চট্ট দুটি হাতে গলা ধরে
জড়িয়ে ধরে চরম আবেগে
ভাবি এই বুজি মুল্য দান
একই সঙ্গে করি অনুভব
আমার মায়ের অবদান

দিন শেষে আসে রাত
মাস শেষে আসে বছর
কত দিন যে হলো পার
ছেড়ে এসে মা তোমাকে
ছেড়ে এ দেশটা কে
কিসের আশায় কিসের নেশায়
এ পরবাসে আছি পরে
কোনো কাজের অপরাধে এ চরম মুল্য দান

দেশটা কে বাসতে পারিনা ভালো
আগের মত নিবিড় করে
যত অসঙ্গতি চোখে পরে
তুলনা এসে যায় মনে
অপরাধ বোধ এসে কাজ করে
ক্লান্ত হয়ে পড়ি হতাশায়
দেশ আমার অভাগা

কেন এ দেশ টা হয়না উন্নত
কানাডা, লন্ডন আমেরিকা মত
কেন জন্ম হয়না এখানে
কোনো আব্রাহাম লিংকন
দেশটা বাসবে ভালো
হৃদয় এর যত আবেগ সহ-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top