Today 02 Nov 2025
Top today
Welcome to cholontika

তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ কর

: | : ০৭/১০/২০১৩

তোমার
যদি ফ্রিজে খাবার
থাকে, গায়ে কাপড়
থাকে,
মাথার ওপর ছাদ থাকে,
রাত্তিরে ঘুমোবার জন্য
জায়গা থাকে — বুঝবে,
গোটা পৃথিবীর ৭৫%
লোকের চেয়ে তুমি ধনী।
তোমার পকেটে যদি কিছু
টাকা থাকে, কিছু
ভাংতি থাকে আর
তুমি তোমার মনমত
যেখানে খুশি যেতে পার

বুঝবে তুমি গোটা পৃথিবী
১৮% বিত্তশালীদের
একজন।
তুমি যদি সুস্থ-সবল-
নিরোগ শরীর
নিয়ে আজকের
দিনটা বাঁচতে পার —
তাহলে বুঝবে তুমি পৃথিব
সেই ১০ লক্ষ লোকের
চাইতে সুখী যারা আগাম
বা আগামী সপ্তাহের
মধ্যেই মারা যাবে।
তুমি যদি আমার এই
বার্তাটা পড়তে পার
এবং এর অর্থও
বুঝতে পার —
তারমানে তুমি সেই ৩০
লক্ষ মানুষের
চেয়ে ভাগ্যবান
যারা চোখে দেখতে পায়
না বা মানসিক সমস্যায়
ভোগে।
জীবনটা পাওয়া না পাও
হিসেব মিলাবার স্থান
নয়, অহেতুক অভিযোগের
সময়কাল নয়।
হাজারটা কারণে তোমার
উচিত তোমার
সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞ
হওয়া।

(সংগৃহীত)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top