Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টি আসুক

: | : ০৭/১০/২০১৩

 

জানো, আমার না বৃষ্টি ভালো লাগেনা

কাদা, বৃষ্টির পানি, স্যাতস্যাতে ভাব

আমাকে আরো বেশী করে

তোমার কথা মনে করিয়ে দেয় !

 

বৃষ্টি আসলেই ঘরে চলে যাই আমি

কাথা দিয়ে মুখ ঢাকি

ফাটা আওয়াজে গান ছেড়ে দেই

যেন বৃষ্টির শব্দ

আমাকে মুখরিত না করে……..!

 

বৃষ্টির রিমঝিম নাচ

যেন আমাকে আন্দোলিত না করে

যেমনি তোমার ছোঁয়ায়

আমার হৃদয় স্পন্দিত হত…!

আমার দেহের ভাজের শিহরন

তোমার মন জুড়াতো ।

 

আজ, আবার সেই দিনের অপেক্ষা

মন যেন কেমন তুমি আসবে আসবে করে

হয়ত কল্পনায়, নয়ত কিঞ্চিত আশায়

অথবা তেমার স্পর্শের বিশ্বাসে ।

 

আজ বৃষ্টি আসুক

কচু পাতায় পানি জমে,

আমার আত্নার কাছের দরজায়

তোমার স্পস্ট দর্শন জানান দিয়ে ।

চারিদিক রিমঝিম বৃষ্টিতে

মুখরিত করে তোমার আসার

বার্তা আমাকে শিহরিত করুক ।

 

আজ আমি বৃষ্টি নামলেও

নিস্তব্ধ পাথর হবো,

উদ্ভট আওয়াজে গান শুনবো না

বরফ শিক্ত হয়ে

তোমার উষ্ম শিহরনের অপেক্ষায়……

বসে বৃষ্টির আগমন গুনবো ।

 

তুমি আসবে বলে বৃষ্টি নামবে

গায়ের গোপন ভাজে ভাজে

তোমার ভালোবাসার চিহ্ন অনুভূত হবে

সিক্ততা গরম ভাপ হয়ে

অভিমানকে দূর করে দেবে….।

আজ বৃষ্টি আসুক

শুধু তুমি আবার আসবে বলে 

ক্ষনস্থায়ী না পাওয়ার অভিমান ভাঙাবে বলে ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top