Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভুল করে বসি বৃষ্টির মত আয়ুষ্কাল জীবন

: | : ০৭/১০/২০১৩

ধুলি কোনা সম জীবন মূল্য
অতিসামান্য তুচ্ছ তাচ্ছিল্যের, অকৃত্রিম আশার টানে
যে টানে শুধু নিভৃতে চলা, চেতনার বানে নেশা টুটে না
জীবন সম্ভ্রমে রং লাগিয়ে বাঁচা।

জারুল তলায় হলুদ পাতার স্তূপে
কাঠবিড়ালীর রঙ্গ লীলায় মাতে, এইতো জীবন কাশবনে ছুটাছুটি
ঐ দিগন্তে গা ঢলে ছুঁয়েছে মেঘ, এইতো জীবন নির্মলতায়
সাদা ঘাস ফুলে প্রজাপতির দোল লাগা।

দিগন্ত পেরয় না কখন সীমানা
বৃষ্টি নামের ক্ষণিক জীবন, সেও তার মেঘ শরীরে
অথচ আমি সবার সাথেই খানিক, ছুঁয়ে থাকি নিত্য মাটির সোঁদা গন্ধে
ভুল করে বসি বৃষ্টির মত আয়ুষ্কাল জীবন।

1420@ 8 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top