শরত এলো…….
বর্ষা গেলো, শরৎ এলো
হাওয়া বয় এলোমেলো,
মেঘ-রোদ খেলে, হাসে দেখ অভ্র
মেঘেরা যেনো, শাড়ি পড়ে আছে শুভ্র।
প্রভাতটা শরতের, হালকা ধুম্র
রবির কিরণের আভাটাও, থাকে অতি নম্র।
ঘাসে লেপ্টে বিন্দু বিন্দু নিশাজল
চারদিকে ছড়িয়ে মুক্তো, কিরণে জ্বলজ্বল।
আকাশটা ছেয়ে আছে গাঢ় নীলিমায়
মেঘপুঞ্জ উঁকি মারে, দৃষ্টির সীমানায়।
একটু একটু বাড়ে যেনো শীত মাত্রা
ধীর মন্থর ছন্দে শরতের নিরুদ্দেশ যাত্রা।
নদী ধারে ফুটে আছে শুভ্র কাশফুল
কাশবন তরঙ্গ কম্পন, আনন্দ হিল্লোল।
সবুজ ধানের ক্ষেত , বিস্তার দিগন্ত
পত্রপল্লবে সবুজে সবুজে ছড়িয়ে সীমান্ত।
শেফালীর সৌরভে, সুরভিত প্রাঙ্গণ
ডালে ডালে ফুটে আছে লাল গোলাপী রঙ্গন।
বাগান জুড়ে গোলাপ বকুল মাধবী মল্লিকা আর কামিনী
মাটির শ্যামলিমায় জোছনা ঢেলে দেয় শরতের যামিনী।
রাত কে দিন বানায়, শশীটা রুপালী
জ্বলমল করে সবুজ ঘাসে পড়ে থাকা শেফালী ।
গাছে গাছে, ডালে ডালে সুরমূর্ছনা দোয়েল পাপিয়ার
অপূর্ব মিলন হয় শরতে, সবুজ আর নীল সাদার।