Top today
“আন্দাজ”
আলোর দেখা পাবে ভেবে
খুশিতে ছিলে আটখানা।
ভেবেছিলে ভোর রাত
জ্বেলে রেখেছ কুপীখানা।
এই তো আর কিছুক্ষণ
প্রভাত নাড়বে কড়া।
গগন ছিঁড়ে নেমে আসবে
আলোর ঝর্ণা ধারা।
বাঁচিয়ে রাখনি কুপীর তেল;
পুড়িয়ে করেছ খতম।
আপন ইচ্ছার উচ্চমান;
আপন কথার অহম।
ছিল না তখন ভোর রাত;
ছিল তা সন্ধ্যা।
ভুল ছিল আন্দাজ
কপাল তোমার মন্দা।
সবে মাত্র মধ্যরাত;
ঘন কালোয় ঢাকা।
বুদ্ধির আলোও নিভে গেছে;
বুদ্ধির ময়দান ফাঁকা।
ছায়াহীন ঘন মধ্য নিশি;
অকেজো সব আন্দাজ।
কতদূর ভোরের আলো?
কে দিবে তার আভাস?
একটু আঁধার সয়ে নিয়ে
ছায়ার মত অবয়।
আবার আন্দাজ বাজী ধরে
আশা ভোরের উদয়।