Top today
এই চিত্ত কাননে
এই চিত্ত কাননে
ফুটিল কুসুম , ফুটিল
বড় নিবীড় গোপনে
ভ্রমর তো না দেখিল ।
ফুল আমার এই মন ফুল
একায় একায় সেথায়
পায় না সুখের কূল
কত হেলায় হেলায়
বেলা চলে যায়
বৃন্তেই যে শুকিয়ে গেল
কারো নজর না পড়িল ।
এই চিত্ত কাননে
ফুটিল কুসুম , ফুটিল
বড় নিবীড় গোপনে
ভ্রমর তো না দেখিল ।
ফুল আমার এই মন ফুল
একায় একায় সেথায়
পায় না সুখের কূল
কত হেলায় হেলায়
বেলা চলে যায়
বৃন্তেই যে শুকিয়ে গেল
কারো নজর না পড়িল ।