Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

দু’টি কবিতা

: | : ০৮/১০/২০১৩

*****
বাংলা মায়ের শ্যামল মাটি
সোনার চেয়েও বেজায় খাঁটি।
জন্মভূমি মা যে আমার
স্বাদ জাগে মা বেঁচে থাকার।

*****
হাটতে হাটতে পথ চেনা হয়
নাইতে গিয়ে সাঁতার,
ভালোবাসার অনেক ভীড়ে
সত্যটায় যে আঁধার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top