Top today
দু’টি কবিতা
*****
বাংলা মায়ের শ্যামল মাটি
সোনার চেয়েও বেজায় খাঁটি।
জন্মভূমি মা যে আমার
স্বাদ জাগে মা বেঁচে থাকার।
*****
হাটতে হাটতে পথ চেনা হয়
নাইতে গিয়ে সাঁতার,
ভালোবাসার অনেক ভীড়ে
সত্যটায় যে আঁধার।
*****
বাংলা মায়ের শ্যামল মাটি
সোনার চেয়েও বেজায় খাঁটি।
জন্মভূমি মা যে আমার
স্বাদ জাগে মা বেঁচে থাকার।
*****
হাটতে হাটতে পথ চেনা হয়
নাইতে গিয়ে সাঁতার,
ভালোবাসার অনেক ভীড়ে
সত্যটায় যে আঁধার।