Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মেহেদি একটু ফাঁকা দিয়ে হাসান

: | : ০৮/১০/২০১৩

চার বছরের ছোট ছেলে রাজু কে মা নাম লিখা শিখাচ্ছে , ওর ভালো নাম মেহেদি হাসান । রাজু লিখতে শিখেছে কিন্তু লেখার সময় সেটা মেহেদিহাসান হয়ে যাচ্ছে । তো এটা দেখে মা ওকে বললেন মেহেদি লিখে একটু ফাঁকা দিয়ে হাসান লিখো।
মা হয়তো বেশ কয়েকবার এভাবে বলে নাম লিখা শিখিয়েছে । বেচারা রাজুও শিখেছে । কিন্তু মজার ঘটনা ঘটলো কিছু দিন পর। ওদের বাসায় একজন মেহমান এসে রাজুকে জিজ্ঞাসা করলো তোমার ভালো নাম কি?
রাজু বলল, মেহেদি একটু ফাঁকা দিয়ে হাসান । শুনেতো মেহমান সহ রাজুর বাবা মা হেসেই খুন ।
( ঘটনা কিন্তু সত্যি)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top