Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন দূর !

: | : ০৮/১০/২০১৩

রাস্তা ধরে অনেক দূরে
বন বাদালীর চাদর ঘিরে
সবুজের সমারোহে
জীবন বোধের স্বপ্ন আকেঁ ।

রাস্তা ধরে অনেক দূরে
ছন ছাপড়া কুড়ে ঘরে
ঘোমটা পড়া নব বধুর
সান্ধ নামে অপেক্ষার দোলাচলে ।
স্বপ্ন নামের মরিচিকার
স্বপ্ন আঁকে গহীন মনে
জীবন বোধের আকুল আশা
বাঁচিয়ে রাখে নতুন করে …।

রাস্তা ধরে অনেক দূরে
ইচ্ছে করে হারিয়ে যেতে
গায়েঁর মেঠো পথটি ধরে
মায়ের আচল তলে লুকিয়ে যেতে
কুপির আয়োয় মুখ ভেজাতে
জীবন বোধের স্বপ্ন আঁকে
হৃদয় তটে ভালোবাসার
ঢেউ ভরা জোয়ার আসে ।

রাস্তা ধরে অনেক দূরে
সেই যে আমার চেনা সুরে
দুই শালিকের মনের টানে
ঘর বাঁধার ছকি আকেঁ
আপন আলোয় নিজের মনে
কিশোরীর নুপুর পায়ে আলতা রঙে
জীবন বোধের স্বপ্ন আঁকে………
হৃদয় তটে ভালোবাসার
ঢেউ ভরা জোয়ার আসে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top