Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবনগাথা

: | : ০৯/১০/২০১৩

(মাহফুজ সিদ্দিকী হিমেল ওরফে হিমালয়৭৭৭কে)

মাছরাঙাটা শকুনচোখে জলের দিকে চায়;
রহামেশা টেংরা-পুঁটি সাবাড় করে যায়।
ফুলের সাথে প্রজাপতির হাজার রকম ভাব
ন্মজয়ের পথবেয়ে হয় ফলের আবির্ভাব !
সিক্ত হয়ে নদীর জলে আকাশজোড়া মাঠ
খল করে সবুজ দিয়ে চোখের রাজ্যপাট !
দিকভোলা এক মেঘেরবাড়ি দেয় পাঠিয়ে ঝড়
কী এক কঠিন ভাঙারখেলা খেলছে নিরন্তর !
হিমেল রাতে জোছনামাখা শিশির ভেজায় সব
মেঠোসুরের ইন্দ্রজালে যায় জমে উৎসব !

ক্ষবছর ধরে জীবন এসব গানই গায়…..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top