Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

তবু মৃত্যু ছাড়া জীবনের মুক্তি কই?

: | : ০৯/১০/২০১৩

মৃত্যু প্রাণিদেহের ক্ষণস্থায়ী এক ভয়ঙ্কর ভাবনা,
ভয়ঙ্কর এই জন্য যে, বয়ঃসন্ধিকালের তারই পায়ে লোটাতে হয়
পথ ফুরাবার ক্ষীণ শরীর সর্বস্ব, যন্ত্রণার বুননে নিশিদিন বয়ে যায়
শরীর আর কিছুতেই পায় না মুক্তি ।

যে মুক্তির প্রত্যাশায় কেটে যায় বাড়ন্ত জীবন।
যে মুক্তির সহসা সুখ জীবনভর শুধু চেয়ে দ্যাখা।
যে মুক্তির সন্ধানে স্তরে স্তরে ভিন্নতা গুমরে মরে।
যে মুক্তির বিন্যাস মৌলিকতা খেয়ে ফেলে সবটুকু স্বপ্লতার।

তবু মৃত্যু ছাড়া জীবনের মুক্তি কই?
তাই বোধ হয় ধর্মের নিশান উড়ে, আঁধার ঘরজুড়ে পাপপুণ্যের বাতি জ্বলে
আত্মার বেঁচে থাকায় মৃত্যু অনিবার্য, জীবনভর শরীর সুখের বিলাসিতা
মৃত্যুকে কাঁদিয়েছি কবে ফিরব না বলে?

1420@ 9 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top