Top today
তবু মৃত্যু ছাড়া জীবনের মুক্তি কই?
মৃত্যু প্রাণিদেহের ক্ষণস্থায়ী এক ভয়ঙ্কর ভাবনা,
ভয়ঙ্কর এই জন্য যে, বয়ঃসন্ধিকালের তারই পায়ে লোটাতে হয়
পথ ফুরাবার ক্ষীণ শরীর সর্বস্ব, যন্ত্রণার বুননে নিশিদিন বয়ে যায়
শরীর আর কিছুতেই পায় না মুক্তি ।
যে মুক্তির প্রত্যাশায় কেটে যায় বাড়ন্ত জীবন।
যে মুক্তির সহসা সুখ জীবনভর শুধু চেয়ে দ্যাখা।
যে মুক্তির সন্ধানে স্তরে স্তরে ভিন্নতা গুমরে মরে।
যে মুক্তির বিন্যাস মৌলিকতা খেয়ে ফেলে সবটুকু স্বপ্লতার।
তবু মৃত্যু ছাড়া জীবনের মুক্তি কই?
তাই বোধ হয় ধর্মের নিশান উড়ে, আঁধার ঘরজুড়ে পাপপুণ্যের বাতি জ্বলে
আত্মার বেঁচে থাকায় মৃত্যু অনিবার্য, জীবনভর শরীর সুখের বিলাসিতা
মৃত্যুকে কাঁদিয়েছি কবে ফিরব না বলে?
1420@ 9 আশ্বিন, শরৎকাল।