Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

তাপসী

: | : ০৯/১০/২০১৩

তাপসী, হেলায় পড়িয়া আজ তুমি কি গান গাও
কোন’সে শোকে কাঁদো, কেন-ই বা ঝরাও অশ্রুজল?
স্বপ্ন কাননের এক একটি ফুল, যারা ছিল দেবীর অর্চনায় রত
কাঁটা হয়ে তারা কেন আজ বিদ্রোহী?

শোনো তাপসী, সুখের সিড়িঁতে দাড়িয়ে যারা চাঁদের গায়ে হাত বোলায়
তারা জানে না সাধনার মূল ব্রত কি
যারা অন্ধকার দেখে মূর্ছা যায়, তারা জানে না আলোর জন্মকথা
দেবীর পদতলে নয়, ভ্রমরের ঠোঁটেই ফুলের পরম শান্তি
দেবী নয়, পূজারী-ই ভালো জানে অর্চনার গভীরতার ভেদ।

তাই তো বলি, এসো হে তাপসী
অবিচলিত প্রাণে আধারেই দাও ডুব, পাবে জ্যোত্স্নার আলিঙ্গন,
পদ্মাসন ছেড়ে খালি পায়ে পৃথিবীতে করো বিচরণ
পাবে প্রকৃতির নির্মল সু-ঘ্রাণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top