Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

পাখিটা ভারি দুষ্টু…………..

: | : ০৯/১০/২০১৩

পাখিটা ভারি দুষ্ট
উড়ে বেড়ায় ঘরময়
এ ডালে ও ডালে
নেচে বেড়ায়, ছন্দময়।

লিকলিকে, দেহটা অতি শীর্ণ
খাইতে দিলে খায়না
চকলেট চিপস আর
হাবিজাবি খেতে ধরে বায়না।

কথার পিঠে কথা বলে
বুদ্ধিতে বেশ পাকা
চুল ধরে বসে থাকে
বসে যায় না থাকা।

বলে কি, দুষ্টটা!
পেট তার একশ গিগা মেমরী
ডাউনলোড আপলোড করে বলে
আর জায়গা নাই মা, সরি।

ভাইয়াটাকে বানায় টম
নিজে হয় জেরী
দিনভর পিছু পিছু
মারামারিতে নাই দেরী।

ভাইয়াটা বন্ধু তার
ভালবাসে অতি
সব দিয়ে খুশি রাখে
বুঝে চলে ভাইয়ার মতিগতি।

ভাইয়ারও জান সে
ঘুমালে দেয় পাপ্পা
আদরে আদরে গাল ভরায়
যায় না আদর মাপা।

ভাই হউক বন্ধু তার
শক্ত হাতে ধরুক হাত
সুখে দুখে সারাজীবন
মিলেমিশে থাকুক একসাথ ।
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/q72/s720x720/1385574_695091510518601_1934593943_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top