Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

ফেসবুক ও কলগার্ল ! সুন্দরীরা সাবধান !!

: | : ০৯/১০/২০১৩

33

ফেসবুকে ছবি আপলোড করাটাই ছিল তার জীবনের কাল! বখাটে ছেলেরা তার ছবিটা সেভ করে ঠিকানা, মোবাইল নম্বরসহ সুন্দরী কল গার্ল হিসাবে প্রথমে গুগলে ছাড়ে। এর পর বিভিন্ন সামাজিক সাইটেও ছাড়তে থাকে । সেখানে তার নিজের এবং পরিচিতিদের মোবাইল নম্বরও ছিল। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে।

একসময় মেয়েটি এলাকায় কল গার্ল হিসাবে পরিচিত হয়ে যায়। রাস্তায় বের হলে লোকজন নানা কথা বলতে থাকে। পরিবার তাকে ধিক্কার দিতে থাকে। এ যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ বলছে, পরিচিত কোন ছেলে চক্র এ কাজ করেছে। ঘটনাটি ভারতের।

ভারতের এই ঘটনা থেকে আপনিও শিক্ষা লাভ করতে পারেন এবং ওপরকেও সাবধান করে দিতে পারেন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top