Top today
নিদ্রিত অনুভুতি
ঝড়ের কবলে আমি দিশাহারা
ধুলোবালি লাগছে চোখে
অস্পষ্ট পথ
আলো পারছি না জ্বালাতে
গাছপালা ভেঙ্গে বুঝি থেতলে দেয় মাথা
ডাল ঢুকে যায় পেটে
টিন উড়ে এসে কেটে ফেলে
দু ভাগ করে।
শুরু হলো শিলাবৃষ্টি
নিশ্চিন্ত পথ হয় বিপদসঙ্কুল
ছিলাম বাবা মায়ের আদরের
লাগতে দিত না তুলতুলে গায়ে
একবিন্দু আঘাত
আর তুমি আমায় দিলে ব্যথা
ঠেললে এই বিপদে।
যদি ঝড় আর শিলাবৃষ্টিতে
মরে শুয়ে থাকি রাস্তায়
তোমার নিদ্রিত অনুভুতিগুলো
জাগবে কি তখন?