Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

নিদ্রিত অনুভুতি

: | : ০৯/১০/২০১৩

ঝড়ের কবলে আমি দিশাহারা
ধুলোবালি লাগছে চোখে
অস্পষ্ট পথ
আলো পারছি না জ্বালাতে
গাছপালা ভেঙ্গে বুঝি থেতলে দেয় মাথা
ডাল ঢুকে যায় পেটে
টিন উড়ে এসে কেটে ফেলে
দু ভাগ করে।

শুরু হলো শিলাবৃষ্টি
নিশ্চিন্ত পথ হয় বিপদসঙ্কুল
ছিলাম বাবা মায়ের আদরের
লাগতে দিত না তুলতুলে গায়ে
একবিন্দু আঘাত
আর তুমি আমায় দিলে ব্যথা
ঠেললে এই বিপদে।

যদি ঝড় আর শিলাবৃষ্টিতে
মরে শুয়ে থাকি রাস্তায়
তোমার নিদ্রিত অনুভুতিগুলো
জাগবে কি তখন?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top