Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

এ সমুদ্রে সৈকত, কক্সবাজার

: | : ১১/১০/২০১৩

দূর থেকে ঢেউয়ের গর্জন শুনা যায়
অদৃশ্য মায়াবী সুর তার,
সে সুরে, সে মায়ায় বাঁধে হৃদয় আমার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

যতদুর চোখ যায় জলরাশি
মেশেছে আকাশে যা ভালবাসি,
তীরে তীরে সৃজে প্রেম-ফেনা তার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

বিশাল সাদা ঢেউয়ে মন দোলে
যেন ভাসি শুভ্রসাদা মেঘের কোলে,
ঢেউয়ে ঢেউয়ে বয় চঞ্চলতা প্রিয়ার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

যখন সকালে রোদ এসে ঢেউয়ে পরে
যেন স্বর্ণালী রুপ তার সমুদ্রেজলে,
সে সব যুগের সুবর্ণদেশ; অতীত আশার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

সহস্র নারী পুরুষ সমুদ্রে জলে
জলকেলী, প্রেম, খেলা ভেসে চলে,
রহস্য; সমুদ্র যৌবন ও তার বিশালতার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

গৌধলীয় রক্তিম আভা জীবনের রণতূর্য
সমুদ্রজলে আধডোবা রক্তরাঙা সূর্য,
সৃষ্ট সে সৌন্দর্য; যেন সবার স্বপ্ন-কল্পনার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

অথবা গভীর রাতের কোন চন্দ্রবাতি
শূভ্রজল, মধুর সুর সবার সাথী,
এই তীর নীরবে, আনমনে পা ফেলার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

যদি ছেড়েও যাই এ মন বারবার ফিরে তাকায়
রুপের মুগ্ধতায়, স্মৃতির আশায়,
বেঁধেছে সে আকর্ষনে; যেন বাঁধন ভালবাসার।
এ সমুদ্রে সৈকত, কক্সবাজার…….

১০-০৯-২০১২, কক্সবাজার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top