Top today
সাঁঝালি-তেঁতুলতলায় নির্বোধ জোনাকী
কিছু কিছু বাঁশপাতা আকাশ ঘিরে রাখে
চাঁদ ঢাকে বিষ্যুৎ-জোনাকী
শীতের মাঝরাতে শেয়ালের ডাক
শীতঘুমালু সাপের বড় দায়
কিশোরীর দ্বিপ্রহরে অবুঝ বাঁশপাতা
সাঁঝালি-তেঁতুলতলায় নির্বোধ জোনাকী
কোকিলের ডাকে বাঁশী বাজে
সাপ বাঁচে অভিশাপে।