Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

প্রেমের শহরে

: | : ১১/১০/২০১৩

________________________________

 

 

দেশ জুড়ে খরা-
চলছে আহা চুমুর খরা
চুমুতেই যেন সকল লজ্জা অবলা রমণীর
আজ কাল তাই চুমুর কথা শুনা মাত্র
শরমে রমণীয় হয়ে উঠে আরক্ত কপোল
অথবা রসাল ঠোঁটে লিপিস্টিকের রঙ
মুছে যাবার দূর্ভাবনায় সুন্দরী রমণীরা
চুমুর রসে ভেজায় না রসাল ঠোঁট দু”টো আর;

 

তবু তো নিত্য চাঁদ উঠে আকাশে
শরীরে শরীর প্যাচিয়ে জোড় যাওয়া
কামুক সাপের ফোস ফোসানীতে
প্রজাপতি মূর্চা যায় সরিষার হলুদে,
অসাবধানে লেগে থাকা পায়ের রেণুতে
পরাগায়িত হয়ে ফল ধরে গাছে,
বলা নেই, কওয়া নেই , মধ্য রাতে
ঘরের মরদ হাল জুড়ে রূপোর নাঙ্গলে
মাঠির শরীর খুঁড়ে গভীর থেকে গভীরে
ঘর্মাক্ত আকাশে জল-মেঘ ভাসে ,
এক পশলা বৃষ্টি নামে সোনার জমিনে
তরলের বীজে শিক্ত হয়ে কি যেন এক সৃস্টি
দিনে দিনে বড় হতে থাকে মাঠির অতল গভীরে ;

 

প্রেমের শহরে চুমুর অভাব
যতই অদ্ভুদ হোক না
অবলা রমণীর কোল জুড়ে
আলো করে
ফি বছর পূর্ণিমার চাঁদ আসে ;

 

তাহলে কি ভাবে বলি বলো
পলি শিক্ত এই ভাটির দেশে
ভালবাসার অভাব আছে? 

————————————————

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top