Top today
ঈশ্বর বিলাস
ঈশ্বর কি মাকড়সা জাল সেলাই করে বুনেছিলেন মহাবিশ্ব ?
গ্রহ-নক্ষত্রগুলো তবে একেকটা মাকড় বা টুনটুনি হওয়ার কথা !
ঈশ্বর হবেন হয়ত অতিকায় ক্ষুদ্র কিংবা
আপন ব্যাপ্তিতে বিমুগ্ধ সত্ত্বা –
হয়ত সে কারণেই
কখনো তিনি আমাতে বিরাজমান,
আবার কখনো শুধুই দূরগামী কিছু শব্দাক্ষর ;
১১:২ a.m ; ১৫.৮.১৩