এক ইদুর দম্পতির কথোপকথন
বিদ্রুপাত্মক রচনা
এক ইদুর দম্পতির কথোপকথন (বাসস্থান হাসিনা র বেড এর তলা )
স্বামী ইদুর : কি ঘুমিয়ে পড়েছ নাকি
স্ত্রী ইদুর : না ঘুম কি আর আসে ?
স্বামী : কি ভাবছ এত
স্ত্রী : মনটা খুব খারাপ কাদের মোল্লার যে ফাসির অর্ডার হয়ে গেল আজকে শুনেছ? ..কাদের মোল্লার যাবতজীবন হোক ফাসি হোক তোমার কি সে তোমার ভাই না স্বামী i? সে অন্যায় করেছে শাস্তি পাচ্ছে।
কি যে তুমি বলনা .ওই লোকটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে ..টুপি পরে ,,ধর্মের কথা বলে এখন তো তারে মাপ করে দেওয়া উচিত ছিল তাইনা ?
এত সহজে যদি মানুষ ভালো হত ? কুকুরের লেজ কি কোনদিন সোজা হয় তাও আবার এরা জামায়াত ধর্মের নাম নিয়ে এমন কোনো অন্যায় কাজ নাই যে করেনা।
আমি এত কিছু বুজিনা জামায়াত বিএনপি আওয়ামী লীগ সবাই আমার কাছে সমান.আমি চিন্তা করি মানবিক ভাবে .লোকটা যখন ভালোপথে যাওয়ার চেষ্টা করছে তখন তাকে কেন ফাসি তখন কেন শাস্তি তাছাড়া হাসিনা র বাবা ই তো ওদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পর চল্লিশ বছর পর দেশে কি এখন আর কোনো ইসু নাই যে রাজাকার নিধন নিয়ে লাফালাফি করতে হবে.দেশটাকে বিসৃন্গ্খল করার জন্য.।এদের শাস্তিটা না হয় পরকাল এর জন্য তোলা থাকত।
তাহলে তোমার কি মত অন্যায়কারীর শাস্তি হবেনা ? সমাজ তো বিচ্সৃখল হয়ে যাবে . দেখনা সৌদি আরব এ কি হয় ..চুরি করলে হাত কেটে .দেয় .ধর্ষনকারীর ফাসি হয় . ভয়ে ওখানে অন্যায় কাজ করেনা। জুম্মার দিনে মানুষ তার গাড়ি রাস্তায় ফেলে নামাজ এ শরিক হয়ে যায়। চোর সাহস পায়না গাড়ি চুরি করার।
বাবা এসব ক্রুএল শাস্তি হাত কাটা, ফাসি
আরে বাদ দাও যার যা ইছে করুক আমার তোমার দরকার কি মনের শান্তি নষ্ট করার
আমি ইদুর চিন্তা করি .পরের দিন বাহিরে গেলে বেচে ঘরে ফিরে আসতে পারব তো পরের দিনের বাজার এর টাকা পাব তো , তুমি আমি সাধারণ ইদুর আমাদের ভাগ্য আমাদের কে চেঞ্জ করতে হবে হাসিনা বল খালেদা বল ..এরশাদ জামায়াত এসব দেশদরদীদের ওদের জায়গায় রেখে তুমি আর আমি ঘুমাই, আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করে শান্তি নষ্ট করি ওরা তো আছে অনেক আনন্দে ।ওদের কি তোমার আমার কথা চিন্তা করার সময় আছে ?
হা চল ঘুমাই কালকে এ বাসা ছাড়তে হবে .খুব নাকি জার্ পছ হছে .একটা বাসা দেখে আসছি। .হাইকোর্ট এর জজ এর সিট এর নিচে কালকে থেকে এটা আমাদের নুতুন ঠিকানা।
ঘুমাও ..গুড নাইট সুইট ড্রিম