Top today
দর
বেগুনের দাম ত্রিশ-পঁয়ত্রিশ
কাঁচা মরিচ আশি ,
গরুর মাংস শ’দুই
যায়না কেনা খাশি ।
দুই-তিন বাড়লো চালে
সয়াবিনে পনের-বিশ ,
মাছের দাম কমলে ও
দাম কমেনি ইলিশ ।
মশুর ডালে বাড়লো আট
ময়দাতে উনিশ – রে ,
লোকে বলে আগুন লেগেছে
আগুন লেগেছে বাজারে ।