Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

দর

: | : ১৩/১০/২০১৩

বেগুনের দাম ত্রিশ-পঁয়ত্রিশ

কাঁচা মরিচ আশি ,

গরুর মাংস শ’দুই

যায়না কেনা খাশি ।

 

দুই-তিন বাড়লো চালে

সয়াবিনে পনের-বিশ ,

মাছের দাম কমলে ও

দাম কমেনি ইলিশ ।

 

মশুর ডালে বাড়লো আট

ময়দাতে উনিশ – রে ,

লোকে বলে আগুন লেগেছে

আগুন লেগেছে বাজারে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top