Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

”কথোপকথন”

: | : ১৪/১০/২০১৩

চাঁদ কয় আমারে-
কেনো জেগে থাকিস?
একা একা সারা রাত
কি তুই ভাবিস্‌?
আমি কইলাম-চাঁদ রে
প্রশ্ন তোর সহজ,
উত্তর দিতে গেলেই কেবল
কম পরে মগজ।
এই কথা শুনে চাঁদ
আওয়াজ ছাড়া হাসে,
সেই হাসিতে ধরণী
আলোর বন্যায় ভাসে।
সে হাসিতে পষ্ট হলো
দেখলো আমার চেহারা,
তা দেখে চাঁদ কয়-
আহারে!বেচারা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top