Top today
টুনটুনি
ছোট পাখি টুনটুনি
হাওয়ায় ভেসে –
উড়ে এসে –
গাছের ডালে বসে ,
অতি ছোট সে গাছে
গাছ বেয়ে –
লতা ছেয়ে
পড়ল পাখি ধসে ।
রোজ সকালে জেগে উঠে
পাখি – টাকে খুঁজি ,
হয়েছে কি রাতে খাওয়া ?
নয়তো খাও সুজি ।
ছোট পাখি টুনটুনি
হাওয়ায় ভেসে –
উড়ে এসে –
গাছের ডালে বসে ,
অতি ছোট সে গাছে
গাছ বেয়ে –
লতা ছেয়ে
পড়ল পাখি ধসে ।
রোজ সকালে জেগে উঠে
পাখি – টাকে খুঁজি ,
হয়েছে কি রাতে খাওয়া ?
নয়তো খাও সুজি ।