Top today
ক্যাকটাস জীবন
বিহ্বল ক্ষণে,
জলে ভাসন্ত কিছু বিবর্ণ পাতার কার্নিভাল
আর ব্যাঙ্গাত্মক হাসির
চড়ুইগুলোই আমাদের ক্যাকটাস জীবন ;
টনি গ্যাটলিফের সুরে মুগ্ধ করমচা ফুলেরা –
টুনটুনিটার সাথে আমার সখ্যতায় যতই গাল ফুলাক,
শেষটায় আপাতত পাশ কাটিয়ে চলা কালো পিপড়ের কাফেলা,
আমার শবযাত্রায় সঙ্গী হবে ।
৯:০২ a.m ; ১৩.৮.১৩