Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সাদা বক্

: | : ১৫/১০/২০১৩

চক-চকে সাদা বক্

নীল আকাশে উড়ে ,

চোখ ধাধিয়ে চোখ ফাঁসিয়ে

ঝিলের মঝে ঘোরে ।

 

জলের ঢেউয়ে শাপলা হাসে

ভাসে শাপলা পাতা ,

ঝোপের ভিতর মেছো

পাখি খুলছে ছড়ার খাতা ।

 

বকের ডরে মাছ পালায়

গভীর জলের তরে ,

লেজ দেখিয়ে লজ্জা দেয়

ঘৃনা জানায় তারে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top