Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হাট বাজার

: | : ১৬/১০/২০১৩

কালুর ভাই লালু আজি

প্রথম যাচ্ছে বাজারে ,

হিমেশ এর গান গায়

ঝলক দিখলাজারে ।

 

বেগুন , আলু , পটল কিনে

কিনে কাঁচা ঝাল ,

দাম শুনিয়া রেগে ওঠে

লালু মারে ফাল ।

 

পুরনো গান ছেড়ে সে

নতুন গান ধরে ,

আগুন লেগেছে হাট-বাজারে

গানেই  আসে ঘরে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top