Top today
হাট বাজার
কালুর ভাই লালু আজি
প্রথম যাচ্ছে বাজারে ,
হিমেশ এর গান গায়
ঝলক দিখলাজারে ।
বেগুন , আলু , পটল কিনে
কিনে কাঁচা ঝাল ,
দাম শুনিয়া রেগে ওঠে
লালু মারে ফাল ।
পুরনো গান ছেড়ে সে
নতুন গান ধরে ,
আগুন লেগেছে হাট-বাজারে
গানেই আসে ঘরে ।