অপেক্ষা …।।
অপেক্ষা …।।
স্বর বন৲ দিয়ে শুরু এইতিন অক্ষরের শব্দটা মাঝে মাঝে সবার জীবনে খুব মূল্যবান ভূমিকা রাখে।আমিও আজ ১৫ দিন জাবৎ অপেক্ষা করছি।এর আগেও আমার এমন সময় এসেছিল। পতিবারই আমি লক্ষ্য করেছি যখন আমি এইটার মুখ মুখি হই। কোন কিছুই ঠিক মত করতে পারি না। যেমন একটা কাজ করার জন্য সারাদিন বশে আছি কিন্তু সেই কাজের কিছুই করা হয় না। সারাদিন যে কিছু করতে পারছি না এর জন্য কে দায়ি আমার মনে হয় অপেক্ষা নামের তিন অক্ষর দায়ি। য়ারা ভাবছেন কিসের জন্য অপেক্ষা …। সত্যি মানুষ মাঝে মাঝে অনেক কিছুর জন্য অপেক্ষা করতে পারে যেমন ধরুন…।
অপেক্ষা হতে পারে একটা ভালো সময়ের জন্য।
অপেক্ষা হতে পারে শুধু একটা ইমেইল এর জন্য যেটা কিনা মুহূর্তের মধ্যে আপনার গন্তব্য আপনার জীবনের সব পালটে দিতে পারে।
অপেক্ষা হতে পারে শুধু একটা সুন্দর বিকেলের জন্য।।
অপেক্ষা হতে পারে কোন ঘোর সংকটের সমাধানের জন্য।।
অপেক্ষা হতে পারে শুধু একটা সরল মনের জন্য।।
অপেক্ষা হতে পারে শিক্ষা জীবনের ইতি টানার জন্য।।
অপেক্ষা হতে পারে কোন কাজের শেষ করার জন্য যেটা আপনি কোন ভাবাই শেষ করতে পারছেন না।
অপেক্ষা হতে পারে শুধু সময় কিভাবে কাটাবেন তার জন্য।।
অপেক্ষা হতে পারে কওকে নিধন করবেন তার সময়ের জন্য।।
অপেক্ষা হতে পারে মার্চ ওয়ান এ জায়গা পাওয়ার জন্য।।
অপেক্ষা হতে পারে একজন ভালো নেতার জন্য।।
অপেক্ষা হতে পারে যানজট মুক্ত রাজধানীর জন্য।
অপেক্ষা হতে পারে নিরাপদ সড়কের জন্য।।
অপেক্ষা হতে পারে লোড সেডিং ছাড়া রাজধানীর জন্য।।
অপেক্ষা হতে পারে বস্তা ভর্তি টাকা নিয়ে ধরা পড়া মানুষগুলোর সমাজে চিরতরে অনুপ্পস্তিতির জন্য।।
অপেক্ষা হতে পারে দুর্নীতি মুক্ত সমাজের জন্য।।
অপেক্ষা হতে পারে কোন উর্বশী রমণীর পবিত্র ভালোবাসা পাবার জন্য।।
অপেক্ষা হতে পারে কমল পাতাল ঠোটের ছোয়া পাবার জন্য।।
হয়তো এর মধ্যে কোন একটার জন্য আমি অপেক্ষা করছি।। শুধু আমি না আমার মত অনেকে এর মধ্যে একটার জন্য অপেক্ষা করছে। ভাববেন না আমি অপেক্ষা মানব…… কারন যেকোনো অপেক্ষা মানবের সময় খুব কষ্টের ও বেদনাদায়ক……।
ডাঃ খোন্দকার পারভেজ আহমেদ।।
Km_parvez@yahoo.com