Top today
তোমার সোনার হাতের ছোঁয়ায়
————————————————————————
কেন যে হৃদয় বিদীর্ণ রক্তের মত কড়া লাল রং মেহেদীর পাতায়
আলপনা হয়ে যায় মনোমুগ্ধ তোমার সোনার হাতের ছোঁয়ায়
মেহেদীর রঙে আলপনা দিও এঁকে মোর সোনার হৃদয় ভরে
তোমার হাতের মেহেদীর রঙে যেন মোর হৃদয় সোহাগ ঝরে ।

———————————————————————–