Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

তোমার সোনার হাতের ছোঁয়ায়

: | : ১৭/১০/২০১৩

————————————————————————

 

কেন যে হৃদয় বিদীর্ণ রক্তের মত কড়া লাল রং মেহেদীর পাতায়
আলপনা হয়ে যায় মনোমুগ্ধ তোমার সোনার হাতের ছোঁয়ায়
মেহেদীর রঙে আলপনা দিও এঁকে মোর সোনার হৃদয় ভরে
তোমার হাতের মেহেদীর রঙে যেন মোর হৃদয় সোহাগ ঝরে ।
Photo: Eid doesnt feel like Eid without mehendi!! after a long time put full mehendi on my hand <3
———————————————————————–
 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top