অনেক কথা১৭
স্বদেশ–
* ও আমার শ্যামল দেশের পল্লীভূমি
কী অপরূপ স্নিগ্ধ রূপে রূপসী তুমি!
বাঁশের ঝাড়ে বকের সারি
ফলবাগানের কাননবাড়ি
আমাকে মুগ্ধ করে পদ্মদিঘির জলকলমি–
ও আমার শ্যামল দেশের পল্লীভূমি॥
মাঠের ওই ঈশানকোণে চরে ধেনু
জলের ওই ডোবার বুকে ভাসে পেনু।
শাপলাবিল আর বাবলাগাছে
মন হরে নেয় খঞ্জননাচে
আমি ধন্য ওগো ধন্য রূপের ঐ ললাটচুমি
ও আমার শ্যামল দেশের পল্লীভূমি॥
* দেশকে ভালবাসুন প্রকৃত নাগরিকের পরিচয় দিন।
* পৃথিবীটা আমারই ঘর তবু জগৎজুড়ে আমি স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারি না, কিন্তু আমার দেশ এ অধিকারে আমাকে অধিকারিত্ব করেছে সুতরাং স্বদেশ থেকে তুলনাহীন কে।
* স্বরাজ্যের রাজেশ্বর আমি পরদেশে ভিখারি।
* ঘর থেকে বের হলে বাড়ি, বাড়ি থেকে বের হলে মহল্লা, মহল্লা থেকে বের হলে গ্রাম, গ্রাম থেকে বের হলে উপভাগ, উপভাগ থেকে বের হলে বিভাগ, বিভাগ থেকে বের হলে দেশ এভাবে একজন নাগরিকের স্বদেশপ্রচার।
* যে তার দেশকে ভালবাসে না সে নিজেকে ভালবাসে না।
* স্বদেশ স্বর্গতুল্য–স্বদেশকে ভালবাসা সকল নাগরিকের কর্তব্য।
* নিজদেশের ম্লান হাওয়া যত মধুর লাগে পরদেশের সুবাতাস তত মধুর নয়।
* ‘টাকা’ ‘টাকা’ করে সারা জীবন নির্বাসন না থেকে ‘স্বদেশ’ ‘স্বদেশ’ করে ভিক্ষা করা অনেক ভাল।
* স্বদেশের তামা হলেও সোনা।
চলবে…