Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আগামীকাল – কাঙ্ক্ষিত লাল বেলুন

: | : ১৯/১০/২০১৩

আগামীকাল,
আশা-সম্ভাবনা-স্বপ্ন নামের অবয়বহীন শব্দ বহন করে,
এ শহরের অভিন্ন মুখশ্রীর চড়ুইয়েরা নিত্য সে খোয়াব সন্ধানে হাটে ;
নাইট গার্ডের নিদ্রা কাতর দৃষ্টি আর তার সঙ্গী কুকুরটার ঘ্রাণ-প্রখরতা পেরিয়ে
রোজ আগামীকাল হয়ে যায় –
শত-কোটি দীর্ঘশ্বাসেপূর্ণ পেট ফোলা লাল বেলুন ।

১১:৩৪ a.m ; ১৬.৯.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top