Top today
এই বাংলায় আমি
যেন মিশে আছি আমি
সেই শ্রাবণের রাতে
সহস্র ছড়ানো কোন
শিউলির প্রভাতে
যেন মিশে আছি ঠিক
এই মাটির সাথে
দূরের বাতাসে ভেসে আশা
ছাতিমের গন্ধভরা রাতে।
যেন দুচোখ থমকে দাড়ায়
দেখে মেঘবালিকার হাসি
আমি তাই বারবার এই
বাংলায় ফিরে আসি।