ছোট্ট ঘরের স্বপ্ন বড়।
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট
হাত বাড়ানোর স্বপ্ন
পৃথিবীকে হাতের মুঠোয় আনার স্বপ্ন,
কিম্বা দিব্বি আকাশ চুম্বী
বাড়ি বানানোর স্বপ্ন ?
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট
কম্পিউটার দিয়ে
বিমান চালানোর স্বপ্ন,
অথবা মোবাইল ফোনে
রাজ্য শাসনের স্বপ্ন …..!
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট
সুপ্ত প্রানে দীপ্ত ধ্যানে
স্বপ্ন দেখে সুদূর পানে
হাতের মুঠোয় বিশ্ব এনে
জীবন মানের উন্নতিতে
ছড়িয়ে দেবো অভাব প্রানে ।
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট
কুক্ষীগত ক্ষমতাকে
বৃদ্ধাঙ্গুলে ঠেস দেখিয়ে
অসততাকে দূর করে,
দুর্নীতিকে নষ্ট করে……….
ছিনিয়ে নেবো অপক্ষমতাকে,
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট
শোষনের শৃঙ্খল, মানবতার হুমকি
গুড়িয়ে দিতে উদ্ভাসিত তরুণ প্রানে
লুকিয়ে লুকিয়ে স্বপ্ন আকেঁ
পড়ার টেবিলে, ছোট্ট ঘরে…..!
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট ।
এক নিমিষেই দূর করা যায়
সমাজের অভাব যত,
ছোট্ট ঘরের স্বপ্ন বড়………!
কুপির আলোয় বেড়ে ওঠা
কিশোর কিশোরীর কালি পড়া
কালচে মুখে
দেশ জয়ের স্বপ্ন আঁকে
পড়ার টেবিলে, ছোট্ট ঘরে…..!
ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট ।
দুর্ণিবার পথচলা, অন্তীম সাহসীকতা
ছোট্ ঘরের জানালায়
উকি দিয়ে,
স্বপ্ন দেখায় বড় হতে
দেশ থেকে দেশান্তরে
নিজেকে ছড়িয়ে দিতে
সভ্যতার কান্ডারী হয়ে
স্বপ্ন আকেঁ তরুণ মনে
পড়ার টেবিলে, ছোট্ট ঘরে…..!
এক নিমিষেই দূর করা যায়
সমাজের অভাব যত,
ছোট্ট ঘরের স্বপ্ন বড়………!