Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পৃথিবী-টা-কার?

: | : ১৯/১০/২০১৩

আমার ছোটবেলা থেকেই
তোমরা আমাকে অবহেলা করেছ
কাছে আসনি ভালবাসনি
শুধু দূরে থেকেই
হরেক রঙের স্বপ্ন দেখিয়েছ।

অথচ শুনে রাখো……
একদিন তোমরা আমার হাতে ধরা পড়বেই
দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকবেই।।

না, কোথাও যেতে দেব না সেদিন।
রিকশার সিটের ভেতরেও না
জুতার-মোজার ভেতরেও না।
সিন্দুকেও না, বিছানা-বালিশেও না
দোকানেও না, বাজারেও না।
আঁচলেও না, পকেটেও না
মানিব্যাগেও না, ভেনেটি ব্যাগেও না।

পথ নেই তোমাদের আর পালাবার
তোমাদের জন্য রয়েছে কারাগার।
তোমাদের আর আসতে দেব না জনসম্মুখে
সবাইকে একসাথে আটকে রাখব ব্যাংকে।
না, কোথাও যেতে দেব না
ব্যাংকই তোমাদের জেলখানা।

আগে আটকাবো তোমাদের বড় নেতাদের
যাদের নাম বিডিটি ওয়ান থাওজেন্ড
তারপর আছে বিডিটি ফাইভ হান্ড্রেড
আরও আছে বিডিটি ওয়ান হান্ড্রেড
ফিফটি টুয়েন্টি টেন ফাইভ টু ওয়ান
ছোট বড় মধ্য বৃদ্ধ আর নওজোয়ান
পয়সা আনা কয়েনও থাকবে আমান
বন্ধ হবে অবাধ চলাফেরা তোমাদের।

তবে এক প্রশ্ন তোমাদের শুধাই
পৃথিবীটা কার?

#উত্তর প্রশ্নতেই রয়েছে মশাই
পৃথিবী টাকার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top