Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শিয়াল মামা

: | : ১৯/১০/২০১৩

শিয়াল মামা খেঁক শিয়াল

জন্ম একই  গর্ভে ,

সময়ের পরিবর্তন
জন্ম একই পর্বে ।

 

দেখতে দু-জন ভিন্ন রকম

ভিন্ন সুরে ডাকে ,

শিয়াল মামা শিয়াল দলে

নেয় না কভু তাকে ।

 

শিয়াল মামা মুরগী নিয়ে

ভয়ে পালায় দূরে ,

খেঁক শিয়ালের সাহস অতি

থাকে মানব পুরে ।

 

শিয়াল মামা কুকুর ভয়ে

গ্রাম ছেড়ে পালায় ,

খেঁক্ শিয়াল টা প্রতিদিনই

বাড়ি বাড়ি জ্বালায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top