Top today
হাসতে হাসতে ঝুলবো ফাঁসিতে
___________________________________________
প্রতিশোধের চিত্রপটে আঁকা প্রহসন
লুকোচুরি খেলা, বিচার বিকার, মরন বিকাল বেলা,
নির্মম হত্যাযজ্ঞের নির্বোধ পরিকল্পণা, গর্দভ মস্তিস্কের উর্বর ভাবনা,
শেয়াল পন্ডিতের কুমির ছানা পড়ানোর ঘটনা যে কেন
আমরা ভুলে গেলাম তা আজ অবোধ্য এক স্মৃতীভ্রম;
পিতৃব্যের পানি ঘোলার আজগুবি অজুহাতে
হরিণ শাবক বধে
উদ্যত হিংস্র হায়েনা।
বেহায়া রাক্ষুসী শান দিচ্ছে মিথ্যের ছুরি, বুক জুড়ে রক্ত পিপাসা,
রক্তে রাঙাবে হাত মুখ দাঁত, মানুষের রক্তে মাংসে তার আজন্ম লোভ,
রক্ত স্নানে চিত্ত শান্তি, ভ্রান্তির বেড়াজালে মতিভ্রম ক্লান্তি,
দেবীর বন্দনা, নরমুন্ডের গহনা , আহা- সুন্দর না?
বিচারের দেয়াল জুড়ে শিকারের মানচিত্র
বধ্য ভূমিতে আঁকা রক্তের আলপনা ;
হাত পা বেঁধে
গলায় ছুরি চালানোর
বীরত্ব আর আত্ম প্রসাদের কি কোন তুলনা হয়?