Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঈদের আনন্দ

: | : ২০/১০/২০১৩

ঈদ এলো সবার ঘরে

খুশির বার্তা নিয়ে ,

প্রতিবেশী এসে সবাই

দাওয়াত যাচ্ছে দিয়ে ।

 

আমার বাড়ি যেও কাল

তোমরা সকল ঘর ,

আমরা সবাই আপনজন

ভেবোনা কভু পর ।

 

ঈদ এলো সাধনা শেষে

হাসি ঝরে মুখে ,

বুকের সাথে বুক মেলানো

হৃদয় দোলে সুখে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top