Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

উপন্যাস ” অমর প্রেম ” পর্বঃ ৮

: | : ২০/১০/২০১৩

পরের দিন স্বয়ন বেশ সুস্থতা অনুভব করছে । মাকে বলল ,
আমি স্কুলে যাব ।
দু এক দিন বিশ্রাম নাও ।
মায়ের কথা স্বয়ন অমান্য করতে পারল না । তাই পড়ার টেবিলে সময় ব্যয় করছে হঠাত্‍ ঘড়ির দিকে নজর দিয়ে দেখল ১২ টা বেজে গেছে । টেবিলের ওপর বই খাতা রেখে গোসল করতে গেল কলপাড়ে । ঠিক ঐ সময় ওরা তিন বাড়িতে এসে হাজির ।
কে মা তোমরা ? ঘরে এসো ।
ঘরে গিয়েই বিথি জিজ্ঞাসা করল ,

চাচীমা স্বয়ন ভাইয়া কোথায় ?
স্কুলে যাচ্ছে না কেন ?
ওর তো পাঁচ দিন ধরে ভীষণ জ্বর । আম স্কুলে যেতে চেয়েছিল আমি নিষেধ করেছি ।
এই বলে মা মধ্যম স্বরে ডাকছে ,
স্বয়ন দেখে যা কে এসেছে ?
কে মা ?
তোর বান্ধবীরা ।
গরীবের বাড়িতে হাতির পা কি করে পরল ?
দেখলেন চাচি আপনার ছেলে একটু তেরা , কথায় কথায় গরীব বলে । বিথি বলল ।
সাথী আবার বলল , গরিব ধনি কি গায় লেখা থাকে ? আপনাদের যে গরিব বলবে সে মানুষ নয় ।
কি করবে মা ? ওটা আমার পাগল ছেলে সবসময় নিজেকে ছোট ভাবে ।
স্বয়ন কাপড় পরিবর্তন করে মাকে গিয়ে বলল ,
খালি মুখে গল্প করলে চলবে ?বড় লোক বান্ধবীদের কিছু করতে হবে না ?
হ্যাঁ , তাই তো ! আমি কথার তালে ভুলে গেছি ।
সল্প সময়ের মধ্যেই নাস্তার আয়োজন হলো , তিন জনকে নাস্তা খেতে দিল । দুই জন খাচ্ছে কিন্তু সাথী খাচ্ছে না । সাথী বলল ,স্বয়ন ভাইকে ডাকেন এক সাথে খাই । আচ্ছা ডাকছি ,
স্বয়ন , এ স্বয়ন ।
কি মা ? স্বয়ন উত্তর দিল ।
এদিকে আয় তোকে ছাড়া তো খাচ্ছে না ।
আমি এখন খাব না ।
কেন ?
পেটে সমস্যা হচ্ছে ।
মা আর কথা বলল না । বিথি সাথীর অবস্থা বুঝতে পেরে বলল ,
যাও ঐ ঘরে নাস্তা দিয়ে আস ।
তত্‍ক্ষণাত স্বয়নের সামনে হাজির ।
স্বয়ন অংক কষা বন্ধ করে বলল,
কেন এই গরিবের বাড়িতে এলে ?
তোমার মত তো আমি পাষাণ নই । তাই দেখতে এলাম ।
এখন নাস্তা খাও ।
না ।
কেন ?
পাষাণ বললে কেন ?
সাথী একটি বিস্কুট হাতে নিয়ে ওর মুখে তুলে দিয়ে বলল ,
খাও , আর কখনো বলব না সরি ।
সাথীর কোমল কন্ঠ স্বর শুনে সবকিছু ভুলে গেল । হাতের কলম রেখে ডান হাতে সাথীর কবজিতে ধরে বিস্কুটের অর্ধেক খেল আর বাকি অর্ধেক নিজ হাতে সাথীকে খাইয়ে দিল । অর্ধাংশ বিস্কুট মুখে নিয়ে লাজে দৌড়ে গেল ঐ রুমে ।
মনের মানুষের ছোঁয়া বড় আনন্দ অনুভূতির । একবার পেলে বার বার ইচ্ছা করে পেতে ।

এদিকে স্বয়নের মা ওদের পরিবার ও সন্তানদের সম্পর্কে আলোচনা করছে । এমনিতেই চৈত্র মাস প্রচন্ড উষ্ণ বাতাস বইছে তাতে নেই বিদ্যুত স্বয়নের আপাদমস্তক ঘেমে গেছে । তাই মাকে বলল ,
মা একটি হাত পাখা দাও ।
সাথী মাকে পাখার দেয়ার সুযোগ দিল না নিজেই চলে গেল । এই সুন্দরী মেয়েটির ছোঁয়া পেতে মন আকুল হয়ে আছে ।সাথী পাখা দিয়ে বাতাস করছে আর বলছে ,
আমি যে বাতাস করছি তার দাম দিবে না ?
হ্যাঁ , অবশ্যই দিব ।
দাও ।
দেখা যাবে না চোখ বন্ধ করতে হবে ।
আচ্ছা চোখ বন্ধ করলাম । এখন দাও ।
স্বয়ন আর নিজেকে বেঁধে রাখতে পারল না । কথায় আছে না , মোম আর আগুন কাছাকাছি থাকলে যা হয় । সাথী কোন সাড়া না পেয়ে বলল ,
কি হলো , দিচ্ছ না কেন ?
স্বয়ন আর বিলম্ব করল না ,টকটকে লাল দুটি গালে দুটি চুমা দিল । তবুও সাথী চোখ খুলনো না । স্বয়ন একটু মায়ার স্বরে বলল ,
চোখ খোল দাম তো দিলাম ।
এত অল্প দাম আমি যাব না ।
স্বয়ন পূনরায় ওর থুতনীতে হাত দিয়ে ধরে কপালে একটি চুমা দিল । এ সময় বিথি ডাকল ,
সাথী বাড়ি যাবে না ?
সাথী তারাতারি করে চলে গেল ।
কি বাড়ি যাবি না ? বিথি পূণরায় জিজ্ঞাসা করল ।
এ বাড়ি ছেড়ে মন যাচ্ছে না ।
কেন ?
বাড়িটা আমার আপন লাগছে ।
তবুও যেতে হবে কিছুই করার নেই । যাবার বেলায় সাথী বলল ,
চাচিমা এখন যাই ।
যাও মা আবার এসো ।
অবশ্যই আসব ।
ঘর থেকে বেরিয়ে উঠানে দেখা পেল স্বয়নের ।
আমাদের একটু এগিয়ে দিবে ? সাথী জিজ্ঞাসা করল ।
স্বয়ন আনমনে বলল ,
মা যাই ?
যাও ,সকাল সকাল ফিরবে ।
ঠিক আছে মা ।

স্বয়নদের বাড়ি সুন্দর একটি প্লেসে । পাকা রাস্তার সংগে বাড়িটি । এ রাস্তা দিয়ে চলছে সাথী বলল ,
তোমরা সামনে যাও আমরা পিছনে আসছি ।
ঠিক আছে তোমাদের ডিসটার্ব করব না ।সাথী উত্তর দিল ।
সাথী স্বয়নের হাত ধরে বলল ,
তুমি আমাকে ভুলে যাবেনা তো ? কথা দাও ।
কথা দিলাম আমার এ মন প্রাণ সবি তোমার ।
আমার মাথায় হাত রেখে বলো ।
আচ্ছা বলছি ,তোমাকে কোনদিন ভুলে যাব না ।
বিভিন্ন কথোপথনের মধ্যে বেশ কিছু দুর এগিয়ে দিয়ে বাড়িতে ফিরে এলো স্বয়ন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top