Top today
কোথায় যাব
কোথায় যাব
– মো: ওবায়দুল ইসলাম।
বিষন্ন এ পৃথিবীটা আমাকে কুড়ে কুড়ে খায়।
আমাকে আকড়ে ধরে বিষক্ত পোকার মত; চাতক
পাখির মত তাকিয়ে থাকে দু:খগুলো –
চিল শকুনের মত, ঠোকরে ঠোকরে খাবে বলে;
পালিয়ে বেড়াই অন্য এক পৃথিবীতে।
এখানেও সুখ নেই।
ব্যথার ক্ষত হৃদয়গুলো এখানে, ইচড়ে পাকা
দেহগুলো, পঙ্গু জীবনগুলো, হিংস্র জানোয়ারের
আচড় খাওয়া চামড়াগুলোর এখানে বাস।
সুখ নাই। কোথায় যাব।
মধ্যরাস্তা, নিমহাওলা
১৪/০৩/২০০৫