Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

চল না আজ নিশিতে গল্প করি…….

: | : ২০/১০/২০১৩

চলো না আজ যাই বনে
জোছনা মাখাই সারা অঙ্গে
রূপকথা হয়ে পাশে পাশে
দিশেহারা হয়ে জোছনায় হারাই তোমার সনে।
তারা নেই, দেখ অই আকাশেতে
না হয় আমি তারা হব আজ আকাশের,
কোন তারাটি এই আমি
গুনে গুনে তুমি খুঁজো আমারে
রাত পার হয়ে জোছনা মিলাবে মাটিতে।
চলো না জোছনায় ভিজি আজ দুজনে
জোছনা স্নান শেষে বসি নিরবে
ঝিলিমিলি চাঁদ সাথী হবে যে
দেখ, মেঘেরা খেলছে লুকোচুরি
চাঁদের সাথে ভাব করছে মেঘেরা
ভাব জমাবে কি তুমি আজ আমার সনে ?
চলো না গল্প করি আজ নিশিতে
জোছনায় গল্প হবে হাসাহাসিতে।
এমন রজনি আর পাবে কোথা যে
আলো কুঁড়িয়ে রাখব আঁচলের ভাজে ভাজে।
চলো না গল্প করি এই জোছনা রাত্রিরে
হও না তুমি আজ আমার ভালবাসার সাথীরে।

https://lh5.googleusercontent.com/-PnfnkVFLsPg/UmNjXxEtAlI/AAAAAAAAXGQ/toLl8sLdfNk/w800-h555-no/forest_fairy_tale.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top