Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নিস্ফল কামনা

: | : ২০/১০/২০১৩

নিস্তব্ধ রাত নিদ্রাহীন চোখ
বিষণ্ম মন খোলা বাতায়ন, নিদারুণ শুণ্যতা
অরণ্যে অন্ধকার, আকাশে আলো
দুটি হাতে হাত চেপে করুন চাহনী।
চেয়ে আছি দূরে আঁখি মেলে
খুঁজছি কোথা তুমি
তারাদের ঝিকিমিকি খেলায়,
জোনাকির অম্লান আলোয়
হঠাৎ! যদি দেখা হয় তোমাতে আমাতে
তাই চেয়ে আছি
মনপ্রাণ সবমিলিয়ে দিয়েছি ডুব
আকাঙ্খার অতলান্তে
যদি আবার দেখা হয় তোমাতে আমাতে
তোমার দির্ঘায়িত করুন আঁখির মাঝে।
দৃপ্তীময় হাসির আড়ালে
গ্রীবার শান্তির তলে।
তোমাকে কোথায় পাব তাই এই আর্তনাদ
চিনতে পারিনি রতন তাই, ফেলে এসেছি তোমায়
প্রতি ক্ষণে তোমার অনুভব।
দিশেহারা হয়ে আছে সমগ্র চলার পথে
আমি জানি এই আর্তনাদ বৃথা
বৃথা এই কান্নাকাটি
তবু সযত্নে সংগোপনে
ভাবি তোমায় আনমনে।
সুখে দুঃখে জীবনে মরনে দিন যায়,
শত ঋতুর আবর্তনে।
বাতায়ন খুলে অপেক্ষার নয়নে বসে আছি
ভুলে যদি দেখা হয় এই পথে
তোমাতে আমাতে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top