Top today
সবুজ কুঁড়ি
আমার সবাই কচিকাঁচা
সবুজ কুঁড়ির দল
ইসলামরে আদর্শে গড়বো জীবন
এই করেছি পণ।
সাগরের মত চলবো মোরা
মানবো নাকো বাঁধা
তরুর মতো উদার হয়ে
বিলিয়ে দেব সেবা,
আল্লাহর আদেশ মানবো মোরা
ইসলামের পথে চলবো
দুঃখী মানুষের পাশে দাঁড়াব
দেব মুখে অন্ন,
মোদের শ্রমে ফলবে ফসল
দেশটা হবে ধন্য।