Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সবুজ কুঁড়ি

: | : ২০/১০/২০১৩

আমার সবাই কচিকাঁচা
সবুজ কুঁড়ির দল
ইসলামরে আদর্শে গড়বো জীবন
এই করেছি পণ।
সাগরের মত চলবো মোরা
মানবো নাকো বাঁধা
তরুর মতো উদার হয়ে
বিলিয়ে দেব সেবা,
আল্লাহর আদেশ মানবো মোরা
ইসলামের পথে চলবো
দুঃখী মানুষের পাশে দাঁড়াব
দেব মুখে অন্ন,
মোদের শ্রমে ফলবে ফসল
দেশটা হবে ধন্য।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top