Top today
“আমাদের গণতন্ত্র”
আমার কথা হাদিস আমার কথা কোরআন।
আমার কথায় নির্ণীত গণতন্ত্রের ঈমান।
আমার স্বার্থের তল্পিবাহক আমার কেনা গোলাম।
আমার হুকুম মেনে নিয়ে করিবে সালাম।
আমার ইচ্ছা আইন আমার ইচ্ছা সংবিধান।
আমার ইচ্ছার অমান্য গণতন্ত্রের অপমান।
জনগণ সিঁড়ি-ক্ষমতার মিম্বরের।
নিম্নজাত জনগণ আমার জাত অম্বরের।
গণতন্ত্র আমার ঘরের অসহায় রক্ষিতা।
উজাড় করে আমার সেবা অলিখিত সন্ধি তা।
প্রতিবাদ-আপত্তি অসহনীয় চুলকানি।
ভিন্ন মত যেন ষড়যন্ত্রের কাহিনী।
গণতন্ত্রের অপর নাম পরিবারতন্ত্র।
মা-বাবা’র পরিচয় যোগ্যতার মন্ত্র।
আমার পরে সন্তান;ক্ষমতা তাহার।
উত্তরাধিকার সম্পত্তি ক্ষমতার চেয়ার।
এভাবেই চলিবে ইহাই সংজ্ঞা।
ইহাই গণতন্ত্র; অলংগনীয় দীক্ষা।